নড়াইলে ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত

2621
177

স্টাফ রিপোর্টার

নড়াইলে ইজিবাইকের ধাক্কায় মীম নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ সড়কে একটি দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় কলেজ রোড এলাকার কুড়িগ্রামের হতদরিদ্র শুকুর আলীর মেয়ে মীম গুরুতর আহত হয়।

আহত অবস্থায় প্রথমে মীমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকসহ চালক মুন্নাকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশে সোপর্দ করেছে। মুন্না নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের ক্লাবপাড়া এলাকার আব্দুর রবের ছেলে।