স্টাফ রিপোর্টার
সোমবার (৮ জুলাই) রাজধানীর শাহবাগে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে দু’টি ফার্মেসিকে সাময়িক বন্ধসহ জরিমানা ও একটিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুপুরে শাহবাগে পিজি হাসপাতালের পাশের মার্কেটে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধায়নে এই অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো মাসুম আরেফিন ও সহকারী পরিচালক আফরোজা রহমান। এসময় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ঔষধের উপর তদারকি পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে মেসার্স মেডি কোর্স ও পপুলার মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা জরিমানা আরোপ ও সাময়িকভাবে বন্ধ করা হয় এবং বেলভিউ ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে শাহবাগ থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।