নড়াইলে মামার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

1
62
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামে মামাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে লাশ হয়ে বাড়ি ফিরল পাঁচ বছরের শিশু আব্দুর রহমান। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে লোহাগড়ার মধুমতি নদীর চরশালনগর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আব্দুর রহমান নড়াইল সদর উপজেলার পাইকমারি গ্রামের আশরাফুর রহমান মুরাদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান তার মামা বাড়ি লোহাগড়ার চরশালনগর গ্রামে বেড়াতে যায়। তার নানার নাম কবির হোসেন। ওইবাড়িতে বেড়াতে গিয়ে সোমবার (৮ জুলাই) দুপুরে শিশু আব্দুর রহমান খালাদের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজনসহ এলাকাবাসী ওইদিন অনেক খোঁজাখুজি করে না পেয়ে মঙ্গলবার দুপুরে মধুমতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।