স্পোর্টস ডেস্ক
আইসিসি দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠলো গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। গত মঙ্গলবারে অনুষ্ঠিত ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হলে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তুলে নিউ জিল্যান্ড। ম্যাচটি পরদিন রিজার্ভ ডে’তে গড়ালে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান তুলতে সক্ষম হয় ব্লাকক্যাপস। জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ছিল মাত্র ২৪০ রান। এই টার্গেট টপকিয়ে ফাইনালে ওঠা খুব সহজ ছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জন্য। কিন্তু ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে প্রথমেই পরাস্ত হয় ভারতের ব্যাটসম্যানরা। তারপরও মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার জুটিতে ভারত ফাইনালের আশা দেখতে থাকে। কিন্তু এই জুটির পতনেই ফাইনাল নিশ্চিত করে কেন উইলিয়ামসের দল। শেষে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় ভারত। আর ১৮ রানে জয় নিয়ে ফাইনালে উঠে নিউজিল্যান্ড। ম্যাট হেনরি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৩৯/৮ (গাপটিল ১, নিকোলস ২৮, উইলিয়ামসন ৬৭, টেইলর ৭৪, নিশাম ১২, ডি গ্র্যান্ডহোম ১৬, ল্যাথাম ১০, স্যান্টনার ৯*, হেনরি ১, বোল্ট ৩*; ভুবনেশ্বর ১০-১-৩৪-৩, বুমরাহ ১০-১-৩৯-১, পান্ডিয়া ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চেহেল ১০-০-৬৩-১)।
ভারত: ৪৯.৩ ওভারে ২২১ (রাহুল ১, রোহিত ১, কোহলি ১, পান্ত ৩২, কার্তিক ৬, পান্ডিয়া , ধোনি ৫০, জাদেজা ৭৭, ভুবনেশ্বর ০, চেহেল ৫, বুমরাহ ০*; বোল্ট ১০-২-৪২-২, হেনরি ১০-১-৩৭-৩, ফার্গুসন ১০-০-৪৩-১, ডি গ্রান্ডহোম ২-০-১৩-০, নিশাম ৭.৩-০-৪৯-১, স্যান্টনার ১০-২-৩৪-২)। ফল: নিউ জিল্যান্ড ১৮ রানে জয়ী।