নিউজ ডেস্ক
পাবনায় বজ্রপাতে একই পরিবারের ৪ জনসহ দেশের বিভিন্ন স্থানে ১১ জনের মৃত্যু হয়েছে। সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) বিকেলে বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামে বৃষ্টির মধ্যে পাট ক্ষেতে মোতালেব সরদার তার তিন ছেলে নিয়ে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মোতালেব, ছেলে ফরিদ, শরিফ ও রহম আলী মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
এদিকে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকখিলা গ্রামের জেলে হারিদুল ইসলাম ও তার ছেলে তারা মিয়া হাওরে জাল নৌকা নিয়ে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে দুই জনেরই মৃত্যু হয়। পরে স্থানীয়রা ভাসমান নৌকায় বাবা ছেলের লাশ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার কোরে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এছাড়া নেত্রকোনা ও ময়নমনসিংহে বজ্রপাতে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় বজ্রপাতে মারা গেছে তিন জন।