নড়াইলে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ শুরু

0
15

স্টাফ রিপোর্টার

‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত করণ, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে সকাল১০টায় একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক মো.ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপী, সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।