নড়াইলের কালিয়ায় গুল খেয়ে একজনের মৃত্যু

5
95
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় গুল খেয়ে ছবেদ শেখ (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২১জুলাই) কালিয়া হাসপাতালে বিকাল সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে উপজেলার সালামাবাদ ইউপির ভাউড়িরচর গ্রামের মৃত আদত্য শেখের ছেলে। পারিবারিক কলহের জেরে দুপুরে প্রচুর পরিমাণ গুল খেয়ে সে অসুস্থ্য হয়ে পড়ে।তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের নিকট পুলিশ লাশ হস্তান্তর করেন।