ছেলেধরা বা গলাকাটা সন্দেহে কোন মানুষকে গণপিটুনি দেবেন নাঃ নড়াইলের কালিয়ায় সমাবেশ

5
13
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

ছেলেধরা আর গলাকাটা নিয়ে যখন গ্রামের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। ঠিক তখনই নড়াইলের কালিয়ায় সোমবার বিকাল থেকে মঙ্গলবার দিনভর উপজেলা জুড়ে মাইকিং করে ছেলে ধরা ও গলাকাটা গুজবে কান না দিতে জণসচেতনতা সৃষ্টির জন্য এলাকবাসিদের সতর্ক করেছে দুই থানা পুলিশ। মাইকিংয়ে করে বলা হয়েছে, ছেলে ধরা বা গলাকাটা সন্দেহে কোন মানুষকে গণপিটুনি দেবেন না। আর গণপিটুনি দিতে গিয়ে কেউ আইন হাতে তুলে নেবেন না। কোন লোককে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে। এছাড়া ওইসব সতর্ক বার্তা পৌঁছে দিতে মঙ্গলবার থেকে পুলিশ কর্মকর্তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করেছেন। ওই সব সমাবেশে কালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম ও নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবিরসহ স্থানীয় সমাজকর্মীরা বক্তব্য রাখেন।

সহকারি পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, ‘নড়াইলের পুলিশ সুপারের নির্দেশে ওই ধরণের অপপ্রচার ও গুজবভীতি থেকে মানুষকে সতর্ক করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। অপরদিকে কেই যাতে আইন হাতে তুলে নিয়ে নিজেদেরকে বিপদগ্রস্ত করতে না পারে, সে জন্য সমাবেশ ও মাইকিংয়ের মাধ্যমে সকলকে সচেতন করা হচ্ছে।’