স্বপ্ন, জুস অ্যান্ড কফি শপসহ ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

3
23

স্টাফ রিপোর্টার

সোমবার (২২ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাজার অভিযান চালিয়ে সর্বমোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আরেফিনের নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় বাজার তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে পঁচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে ‘জুস’ তৈরির অপরাধে সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি শপকে জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক মাসুম আরিফিন জানান, মোহাম্মদপুর টাউন হল এলাকায় বাজার তদারকিতে সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি শপকে পচা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে অস্বাস্থ্যকর জুস তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় বিভিন্ন ধরনের মধু ও তেলে উৎপাদনের তারিখ, এমআরপি না থাকায় মিট ওয়ার্ল্ডকে ১০ হাজার টাকা, খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ না থাকায় স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা, দোকানে মূল্যতালিকা না টাঙ্গানোর দায়ে মইনুদ্দিনের মাংসের দোকানকে এক হাজার টাকা এবং ওজনে কারচুপির দায়ে ইউসুফের মাংসের দোকানকে ১ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ এই অভিযানে সহায়তা করে। ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর