আবার বৃষ্টি এলে

102
45

কবিতা- ফায়েক বিশ্বাস

আবার বৃষ্টি এলে ভাবছি একটা কোদাল কিনে নিব
জল থৈথৈ মাঠে নেমে পড়ব
বুনো মাঠে যতো ঘাস জমেছে সব উপড়ে নিব
এমনকি বুকের আস্তিনেও
তখন কেও বলবে না বুকজুড়ে
হোগলার বন-জঙ্গল
কেবল সবুজ ধানের চাষ, সজীব নিঃশ্বাস বাতাসে বাতাস
আবার বৃষ্টি এলে ভাবছি নদীর তটজুড়ে ভেজা নৌকায় উযানের স্রোতে
নীল শাড়ির ভেজা আঁচল উড়ে যাবে দমকা হাওয়ায়
টুপটাপ বৃষ্টির ফোঁটা মিশে যাবে নদীর ঘোলা জলে
আবার বৃষ্টি এলে ভাবছি ঢেউয়ের মতো ভাসব উদোম গায়ে
গান গেয়ে দক্ষিণে যাব এ চরাচর ছেড়ে
এই ভেজা মাঠ, লাঙল, অসহায়ত্ব ফেলে
ডুবে যাব শ্রাবণ সন্ধ্যার মতো
নিঝুম গভীরে
আবার বৃষ্টি হলে ভাবছি বটের হলুদ পাতার মতো
খসে পড়ব এই পৃথিবীর উপর
ঘুমায়ে পড়িব অশথের চালতার তলে।