নড়াইলে ছেলেধরা সন্দেহে ২জনকে পুলিশে সোপর্দ

5313
217

স্টাফ রিপোর্টার

নড়াইলে ‘ছেলেধরা’ সন্দেহে দুইজনকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের নিউ মুসলিম ছাত্রাবাসের সামনে থেকে ববিতা খানমকে (৩৫) এবং দুপুরে রূপগঞ্জ বাসস্ট্যান্ড থেকে হাসান (২৪) নামে এক যুবককে স্থানীয় লোকজন পুলিশে দেন। ববিতা নারায়ণগঞ্জের বন্দর থানার জহরার গ্রামের শওকত হোসেনের স্ত্রী এবং হাসান পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বৌদ্ধপাশা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। তারা দু’জনই বুদ্ধি প্রতিবন্ধী।

স্থানীয় লোকজন জানান, ববিতা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রাবাস এলাকার সামনে এবং হাসান রূপগঞ্জ বাসষ্টান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, তারা দু’জন থানা হেফাজতে রয়েছে। বাড়ি থেকে লোকজন এলে তাদের হাতে তুলে দেয়া হবে।