নড়াইলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

4
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা রাইটস যশোর-এর উদ্যোগে বুধবার (২৪ জুলাই) দিনব্যাপি “কমিউনিটি মবিলাইজেশন টু কমব্যাট ট্রাফিকিং ইন পারসন এ্যান্ড আনসেব মাইগ্রেশন” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এয়ার আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান। প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এস.এম আজাহারুল ইসলাম, ট্রেনিং অফিসার এ্যাডভোকেট তাহামিদ আকাশ, ইউএসএইড এর কর্মকর্তা জেসিকা গোমেজ, রুহুল কুদ্দু শাকিল, তপন কুমার বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ নিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সিটিসি-এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের ২২জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়।