নকল ইলেকট্রনিক পণ্য বিক্রির অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

5
26

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার (২৫ জুলাই) মহানগরীর বিসিসি রোড ও নবাবপুর এলাকা পরিদর্শন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নকল ইলেকট্রনিক পণ্য বিক্রির দায়ে দু’টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আফরোজা রহমান এবং সহকারী পরিচালক মো মাসুম আরেফিন এর নেতৃত্বে এই তদারকি পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা মহানগরীর বিসিসি রোড ও নবাবপুর এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের নকল রিমোট বিক্রয়ের অপরাধে মামুন ইলেকট্রনিক্স ও নিমির ইলেকট্রনিক্সকে ৫০ হাজার করে ১লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত তদারকি কাজে এপিবিএন-১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।