হজ পালন করতে গিয়ে ১৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

0
26

নিউজ ডেস্ক

বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজ পালন করতে সৌদি গেছেন। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বিভিন্ন কারণে বৃহস্পতিবার পর্যন্ত ১৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী জানা যায়, মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুজন নারী রয়েছে। ১৩ হজযাত্রী মক্কায়, দুজন মদিনায় এবং একজন জেদ্দায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ বৃহস্পতিবার মক্কায় মৃত্যুবরণ করেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ উল্লাহ (৬৫)।