নিউজ ডেস্ক
এখন আতঙ্কের আরেক নাম ডেঙ্গু। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর প্রকোপ। এতে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন, বিভিন্ন হাসপাতালে। এখন পর্যন্ত রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন ২১ জন। ফেনীতে সদর হাসপাতালে ২২ জন ভর্তি আছেন। আর এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, ৪৬ জন। চিকিৎসকরা বলছেন, ঢাকায় আক্রান্ত হয়ে ফেনীতে এসেছেন এই রোগীরা। রাজশাহী মেডিকেলে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২০ জন। এরমধ্যে আতিকুল নামে এক পুলিশ সদস্যকে রাখা হয়েছে আইসিইউতে।
জামালপুর জেনারেল হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আরও ৫ জন। বেশ কিছু হাসপাতালে ডেঙ্গু শনাক্তে রক্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায়; ভোগান্তি পড়েছেন রোগীরা। স্বজনরা দাবি জানিয়েছেন, এই রোগের বিনামূল্যে চিকিৎসার। এদিকে রাজধানীতে ডেঙ্গু জ্বরে মারা গেছেন নারী চিকিৎসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ কবীর।
সূত্রে জানা যায়, সব মিলিয়ে গতকাল সারা দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৯০ জন। চলতি জুলাই মাসের গত ২৬ দিনে সাত হাজার ৫১৩ জন ভর্তি হয়েছে। এদিকে গত ১ জানুয়ারি থেকে সারা দেশে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয় ৯ হাজার ৬৫৭ জন। এর মধ্যে সাত হাজার ৮০৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। বাকি দুই হাজার ২৪২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আর সরকারি হিসাবে মৃত্যু আটজন বলে উল্লেখ করা হলেও বিভিন্ন সূত্রের বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩০।