বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ জয়

3
16

স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা। রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড ধরে রাখলো শ্রীলংকা। এখন পর্যন্ত শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে কখনও সিরিজ হারেনি। সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়ে রইলো করুনারত্নের দল।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৮/৮ (তামিম ১৯, সৌম্য ১১, মিঠুন ১২, মুশফিক ৯৮*, মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১১, মোসাদ্দেক ১৩, মিরাজ ৪৩, তাইজুল ৩, মুস্তাফিজ ২*; ধনাঞ্জয়া ১০-০-০৩৯-০, প্রদিপ ১০-০-৫৩-২, উদানা ১০-০-৫৮-২, কুমারা ১০-০-৪২-০, দনাঞ্জয়া ১০-০-৩৯-০২)

শ্রীলঙ্কা: ৪৪.৪ ওভারে ২৪২/৩ (ফার্নান্দো ৮২, করুনারত্নে ১৫, কুসল পেরেরা ৩০, মেন্ডিস ৪১*, ম্যাথিউস ৫২*; মিরাজ ১০-০-৫১-১, শফিউল ৫-০-২৯-০, তাইজুল ১০-২-৩৫-০, মুস্তাফিজ ৮-০-৫০-২, মোসাদ্দেক ৭-০-৩২-০, সাব্বির ২.৪-০-২০-০, সৌম্য ২-০-১৬-০)। ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: আভিশকা ফার্নান্দো।