নড়াইলে সানশেড মাথায় ধ্বসে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোক!

0
181

স্টাফ রিপোর্টার

নড়াইলের সানশেড মাথায় ধ্বসে পড়ে শিশু আকশের (১০) অকাল মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল পৌনে নয়টায় নড়াইল জেলার বড় কালিয়া গ্রামের হোসাইন মোল্যার ছেলে আকাশ মোল্যা (১০) কেন্দ্রীয় মসজিদের পুরাতন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় সানশেড ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এসময় তাকে দ্রুত কালিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

আকশের এই অকাল মৃত্যুর কথা শুনতে পেয়ে কালিয়া হাসপাতালে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা । তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, তিতাস ঘোষের মৃত্যুর শোক সামলাতে না সামলাতে আবার তারই বাড়ির পাশে অকালে চলে গেল আকাশ।