৩টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকার জরিমানা, ভোক্তা অধিকারের সাড়াশি অভিযান

4
23

স্টাফ রিপোর্টার

রবিবার (৫ আগস্ট) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে সহকারী পরিচালক আফরোজা রহমান ও সহকারী পরিচালক মো: মাসুম আরেফিন কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মশা প্রতিহত ওডোমস ক্রিম ও রিপেলেন্ট বিক্রয়ে প্রতারণা করার অপরাধে ল্যাভেন্ডার স্টোরকে ১ লাখ টাকা এবং অবৈধ বিদেশি প্রসাধনী বিক্রয়ের অপরাধে ইউনাইটেড ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প‍্যাকেটজাত মিষ্টিতে উৎপাদনের তারিখ, মেয়াদ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি না থাকা ও ওজনে কম দেয়ার অপরাধে ভাগ‍্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকাসহ মোট ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত তদারকি কাজে এপিবিএন-১ এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।