স্টাফ রিপোর্টার
নড়াইলের মা*দ*ক সম্রাট উজ্জ্বল রায়ের আস্তানায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মা*দ*ক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও মা*দ*কদ্রব্য উদ্ধার করেছে। এসময় তার স্ত্রী দিপালী রায়কে আটক করা হয়। তবে উজ্জ্বল রায় পালিয়ে গেছে।
নড়াইল এন ডিসি মুহাম্মদ আল আমিন জানান, সোমবার রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর উপজেলার নড়াইল পৌরসভার কুড়িগ্রামে ফেন্সিডিল সম্রাট ও হলুদ সাংবাদিক উজ্জ্বল রায়ের বাড়ী ঘেরাও করা হয়। এসময় তার বাড়ী হতে ফেনসিডিল এর উপকরণ, খালি বোতল, গাজা, গাজার খাওয়ার সরঞ্জামাদি ও আনুমানিক ২০ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সে নড়াইল পৌর সভায় মা*দ*ক সরবরাহ ও ব্যবসা করে আসছিল।
জানা যায়, প্রভাবশালী ব্যক্তিদের অনুকম্পায় ও ছত্রছায়ায় সদম্ভ ভাবে বীরের বেশে মা*দ*ক বেচাকেনা করে আসছিল উজ্জ্বল রায়। উল্লেখ্য, পূর্বে একাধিকবার আটকও হয়েছে এই মা*দ*ক ব্যবসায়ী। নড়াইল অতিরিক্ত জেলা জজ আদালত ও যশোর জজ আদালতে তার বিরুদ্ধে একাধিক মা*দ*ক এর মামলা রয়েছে।