স্টাফ রিপোর্টার
নড়াইল সদর উপজেলার আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন’র (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শাহ আলম, আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজিম শিকদার, নড়াইল সিটি কলেজের সহকারি অধ্যাপক মো. ইয়াকুব আলী, কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক কলেজের সহকারি অধ্যাপক ডা.মফিজুর রহমান প্রমুখ।
সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীন বিদ্যালয়টির চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ৮২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ভবনটির একতলা নির্মাণ করা হবে।