নড়াইলের লোহাগড়ায় গণগ্রন্থাগারের উদ্বোধন

222
45

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে একটি গণগ্রন্থাগার চালু হয়েছে। গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও চাকুরিজীবীদের উদ্যোগে এটি চালু করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাকড়াইল মোল্লাপাড়া বটতলায় এটি উদ্বোধন করা হয়। ‘মাকড়াইল পাবলিক লাইব্রেরি’ নামের এ গ্রন্থাগার উদ্বোধনের সময়ে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান।

গ্রন্থাগারের আহ্বায়ক মো. লাভলু শিকদার সভাপতিত্বে আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কে এম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কে এম সালাউদ্দীন, সাংবাদিক মারুফ সামদানী, সওজের সহকারী প্রকৌশলী মো. তোফায়েল আলম, শিক্ষক কাজী মিন্টু প্রমুখ।