নড়াইলে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা অবনতির দিকে

1
43

স্টাফ রিপোর্টার

নড়াইলে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গিয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৮ জন। এর মধ্যে নড়াইল সদর হাসপাতলে ১২ জন আর লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৬ জন। সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ১৯ জন রোগী ভর্তি আছেন। আর লোহাগড়া রয়েছেন ১০ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের ১৭ তারিখ থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি শুরু হয়। এ পর্যন্ত (২২ আগষ্ট) জেলায় মোট ১৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে ১৩৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। ৩০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি সাধারণ ২৯ জন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত এখনো নড়াইলে কোন ডেঙ্গু রোগী মারা যায়নি।