১৫ আগস্ট স্মরণে নড়াইল জেলা যুব মহিলা লীগের শোক সভা

4
22

স্টাফ রিপোর্টার

শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় নড়াইল জেলা আওয়ামী লীগ কাার্যালয়ে নড়াইল জেলা যুব মহিলা লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট এর সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রখেন নড়াইল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সভা উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযুদ্ধ এ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ। সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী , এ্যাডঃ জামালউদ্দিন, ইসমত আরা , আঞ্জুমান আরা, গুলশান আরা বুলু, এ্যাডঃ রওশন আরা লিলি, নাজনিন সুলতানা, শরফুল আলম লিটু, তারিকুজ্জামান উজ্জল, এস এম পলাশ, ইপি রানী প্রমুখ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগ সভাপতি নাসিমা রহমান পলি এবং সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন সধারণ সম্পাদক সুইটি বিশ্বাস।