স্টাফ রিপোর্টার
নড়াইলে মনিকা একাডেমির উদ্যোগে নাট্যকলা বিভাগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় মনিকা একাডেমি চত্বরে নাট্যকলা বিভাগের উদ্বোধন করা হয়। এছাড়া ‘নয়নতারা’ টিভি নাটকের জন্য নাট্যকর্মী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ পরিচালক রায়হান সিদ্দিক ময়না, মনিকা একাডেমির পরিচালক এম সবুজ সুলতান, সজল হোসেন প্রমুখ। এছাড়া শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন।
একাডেমি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৩ জুন মনিকা একাডেমি যাত্রা শুরু করে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত বিভাগে প্রশিক্ষণ দিয়ে আসছে। এবার যুক্ত হলো নাট্যকলা বিভাগ।