স্টাফ রিপোর্টার
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (কিশোর- কিশোরী) এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলা প্রশাসন ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সদর উপজলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াছ হোসেন পিপিএম, ওসি তদন্ত সুশান্ত, পিআইও আজিম উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা ও ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। চরিত্র গঠন, মাদক মুক্ত সমাজ গড়তেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে তুলারামপুর ও চন্ডিবরপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭।