স্টাফ রিপোর্টার
শুক্রবার (৬ সেপ্টেম্বর) নড়াইলের সুলতান মঞ্চ প্রাঙ্গণে মূর্ছনা সঙ্গীত নিকেতনের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সুরের মূর্ছনায় পঞ্চকবি’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানটি বাংলা সাহিত্যের পঞ্চকবি খ্যাত পাঁচ জন কবির স্মরণে অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গতঃ বাংলা সাহিত্যের পাঁচজন প্রাণ পুরুষ তাদের অবদানের কারণে পঞ্চ পাণ্ডব বা পঞ্চকবি হিসেবে খ্যাত। তাঁরা হলেন যথাক্রমে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়। এই পঞ্চ কবির স্মরণে আয়োজিত অনুষ্ঠান জুড়ে পরিবেশন করা হয় তাদের রচিত গান, নৃত্য ও কবিতা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বেগম, উপদেষ্টা, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা অধ্যক্ষ হাফিজুর রহমান, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সম্পূর্ণ অংশ নড়াইলের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ “নড়াইল জেলা-Narail Zila” গ্রুপ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।