নড়াইলের লোহাগড়ায় বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ

8
23

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় ”শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পল্লী উন্নয়ন প্রকল্প লোহাগড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচী হাতে নিয়েছে। বুধবার সকালে লক্ষীপাশা কল কাকলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে রোপণের শত ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শেখ মাহমুদুর রহমান, পল্লী উন্নয়নের ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক (অপারেশন) মোঃ মুখলিছুর রহমান, লোহাগড়া রাম-নারায়নণ পাবলিক লাইব্রেরির সম্পাদক আকরাম আলী, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।