ডেস্ক রিপোর্ট
নড়াইল জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিলে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি টাকা অনুদান দিয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ চেক গ্রহন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা এবং নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী (জিপি) প্রমুখ।
নড়াইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ এ প্রতিনিধিকে বলেন, জেলা আইনজীবী সমিতির কল্যান তহবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি টাকা অনুদান দেয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, এ অনুদান আইনজীবীরা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাদের কল্যাণে ব্যয় হবে।