আফগানদের বিপক্ষে পেরে উঠলো না বাংলাদেশ

1
8

স্পোর্টস ডেস্ক

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ৫৪ বলে অপরাজিত ৮৪ রানে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেছে আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানরা ২৫ রানে বাংলাদেশকে হারায়। এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করেছ আফগানিস্তান। জবাবে ১৯ দশমিক ৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান : ২০ ওভারে ১৬৪/৬ (রহমানউল্লাহ ০, জাজাই ১, তারাকাই ১১, আসগর ৪০, নাজিবউল্লাহ ৫, নবি ৮৪*, নাইব ০, করিম ৫*; সাইফ ৪-০-৩৩-৪, সাকিব ৪-১-১৮-২, মুস্তাফিজ ৪-০-২৫-০, তাইজুল ৪-০-৩২-০, সৌম্য ২-০-৩১-০, মোসাদ্দেক ১-০-১২-০, মাহমুদউল্লাহ ১-০-৩-০)।

বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৩৯ (লিটন ০, মুশফিক ৫, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ৪৪, সৌম্য ০, সাব্বির ২৪, আফিফ ১৬, মোসাদ্দেক ১২, সাইফ ২, তাইজুল ০*, মুস্তাফিজ ১৫; মুজিব ৪-০-১৫-৪, ফরিদ ২.৫-০-৩৩-২, করিম ৩-০-২৭-০, নবি ২-০-১১-০, রশিদ ৪-০-২৩-২, নাইব ৪-০-২৭-২)। ফল: আফগানিস্তান ২৫ রানে জয়ী। ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নবি।