কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টরের উপর উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলা! আহত ৪

528
414

স্টাফ রিপোর্টার

নড়াইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মনিরুজ্জামানসহ ৪জনকে পি’টিয়ে আহত করেছে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদ তুফানসহ তার ৬ থেকে ৭ সহযোগি। আহত ট্রাফিক ইন্সপেক্টর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রাতে সদর থানা পুলিশ ভাইস চেয়ারম্যান তুফানকে থানায় ধরে নিয়ে গিয়েছে। এ রিপোর্ট (রাত ১১টা) লেখা পর্যন্ত তিনি পুলিশ সুপারের জিম্মায় রয়েছে।

নড়াইল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) জিহাদ হাসান জানান, রোববার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে সড়কে বেপরোয়া মোটর সাইকেল চালক এক তরুণকে আটক করে ট্রাফিক পুলিশ। কাগজপত্রহীন গাড়িটি পুলিশ না ছাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রথমে ট্রাফিক পুলিশকে ফোন করে, পরে তুফান ৬ থেকে ৭জনকে নিয়ে ট্রাফিক পুলিশের উপর ঝা’পিয়ে পড়ে।

এ ঘটনায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান, ট্রাফিক সার্জেন্ট শাহ জালাল, টিএস.আই সরোয়ার আলম এবং কনষ্টবল নজরুল আহত হন। তবে মোঃ মনিরুজ্জামান সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেইজেলার বিভিন্ন সড়কে তরুণদের বে’পরোয়া গাড়ি চালনা বিষয়ে অভিযান পরিচালনা করছে ট্রাফিকসহ গোয়েন্দা শাখার পুলিশ। এরই অংশ হিসেবে আজকে যৌথ অভিযান চলছিল। পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বলেন,ভাইচ চেয়ারম্যান আমাদের হেফাজতেই রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।