ডেস্ক/এসএস
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর রাতে পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ার রাজধানী মোনরোভিয়ার নিকটবর্তী পেইন্সভিল সিটিতে অবস্থিত এক মাদ্রাসায় অ**গ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভয়াবহ অ**গ্নিকাণ্ডে মাদ্রাসার দুইজন শিক্ষকসহ অন্তত ২৭ জন শিশুর মৃ**ত্যু হয়েছে বলে জানা গিয়েছে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়ার টুইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়টি নিশ্চিত করেছে।
এই ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার পুলিশের মুখপাত্র মোজেস কার্টার জানান, “মাদ্রাসাটির শিশু শিক্ষার্থীরা কোরান মুখস্ত করার সময় আ**গুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। ”
টুইটে প্রেসিডেন্ট উইয়া লেখেন, “গতরাতে পেইন্সভিল সিটিতে যে শিশুরা মা**রা গেছে আমার প্রার্থনা তাদের পরিবারের জন্য। ওই পরিবারগুলো ও পুরো লাইবেরিয়ার জন্য এটি একটি কঠিন সময়।”
লাইবেরিয়ার বিভিন্ন বড় বড় শহরগুলোতে বৈদ্যুতিক সংযোগের ত্রুটিজনিত কারণে প্রায়ই অ**গ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব অ**গ্নিকাণ্ডে ভবন ধসে পড়ার মতো ঘটনাও ঘটলেও এত মৃ**ত্যুর ঘটনা বিরল। দেশের অনেক মানুষ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।