স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকদের সাথে “কারিগরী শিক্ষার সম্প্রসারণ” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরী ও মাদ্রাসা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ।
জেলা প্রশাসকের আনজুমান আরার সভাপতিত্বে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) মাসুক মিয়া, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক শফিউদ্দিন আহম্মেদ, কারিগরি শিক্ষা অদিপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মনজুরুল কাদের, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোরাদ হোসেন মোল্যা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহম্মেদ, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, সরকারি কর্মকর্তা, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।