সাকিব ম্যাজিকে ৪ ম্যাচ পর আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়

0
3

স্পোর্টস ডেস্ক

অধিনায়ক সাকিব আল হাসানের অসাধারণ ব্যাটিং পারফর্মেন্সে ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারালো স্বাগতিক বাংলাদেশ। ৬ বল বাকি থাকতেই ১৩৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে সাকিবের দল। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রাথমিক পর্ব শেষ করলো বাংলাদেশ। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সাকিব ৪৫ বলে ৮ চার ও ১ ছক্কায় অপরাজিত ৭০ রান করেন। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টানা চার হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ (টস- বাংলাদেশ) আফগানিস্তান: ২০ ওভারে ১৩৮/৭ (রহমানউল্লাহ ২৯, জাজাই ৪৭, আসগর ০, নাজিবউল্লাহ ১৪, নবি ৪, নাইব ১, শফিকউল্লাহ ২৩*, জানাত ৩, রশিদ ১১*; সাইফ ৪-০-২৩-১, শফিউল ৪-০-২৪-১, সাকিব ৪-০-২৪-১, মাহমুদউল্লাহ ১-০-১৬-০, মুস্তাফিজ ৩-০-৩১-১, মোসাদ্দেক ১-০-১০-০, আফিফ ৩-১-৯-২);

বাংলাদেশ: ১৯ ওভারে ১৩৯/৬ (লিটন ৪, শান্ত ৫, সাকিব ৭০*, মুশফিক ২৬. মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১, আফিফ ২, মোসাদ্দেক ১৯*; মুজিব ৪-০-১৯-১, নাভিন ৪-০-২০-২, জানাত ৩-০-৩১-১, নাইব ২-০-১৬-০, নবি ৩-০-২৪-০, রশিদ ৩-০-২৭-২)।