নড়াইলে প্রয়াত প্রভুপদ মন্ডল ১৬ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

0
53

স্টাফ রিপোর্টার

নড়াইল সদরের ভবানীপুরে প্রয়াত প্রভুপদ মন্ডল ১৬ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বলাকা স্পোটিং ক্লাব, নড়াইলের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

উদ্বোধনী খেলায় সদও উপজেলার বল্লারটোপ বিবিএস স্পোটিং ক্লাব ২-১ গোলে কালিয়ার পুরুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। বলাকা স্পোটিং ক্লাবের সভাপতি আরিফ নাছিরের সভাপতিত্বে সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এস এ মতিন, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুরজ্জামান হিলু, জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুুর রশীদ মন্নু, শেখ তিলাপ হোসেন, শরীফ মুস্তাফিজুর রহমান, ক্লাবের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরার ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করছে।