নড়াইলে গণকবর ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে চিত্রা থিয়েটারের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

797
26

স্টাফ রিপোর্টার

নড়াইলে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠন চিত্রা থিয়েটারের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, গণকবর ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি, কবিতা আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালীটি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বরে গণ কবরে ও জেলা জজ কোর্ট এলাকায় অবস্থিত বধ্য ভূমিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় চিত্রা থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্য অভিনেতা কচি খন্দকার, বর্তমান সভাপতি প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইমান আলী মিলন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটুসহ সংগঠনের কর্মকর্তাগন, সদস্যগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।