‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী

4
6

নিউজ ডেস্ক

বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই) প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান করে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থানরত জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে জিএভিআই-এর বোর্ড চেয়ার ড. এনগোজি অকোনজো ইবিলা (Dr NGOZI OKONJO- IWEALA) মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পুরস্কারটি প্রধানমন্ত্রী সেটা দেশবাসীকে উৎসর্গ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, “ভ্যাক্সিনেশন এর জন্য বাংলাদেশের কঠোর পরিশ্রম আজ বিশ্বব্যাপী স্বীকৃত। টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুস্থ ও নতুন প্রজন্ম দরকার।”

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সংস্থার সাহায্য গ্রহণ করে সার্বজনীন স্বাস্থ্য সেবার অধীনে ইমিউনাইজেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, ২০৩০ সালের অনেক আগেই বাংলাদেশে সবার জন্য ভ্যাকসিন এর লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব হবে। ইমিউনাইজেশনকে স্বাস্থ্য খাতে সরকারিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যগাথা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্ষেত্রে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স এবং অন্যান্য অংশীদারদেরকে তাদের অব্যাহত সমর্থন ও অবদান রাখার জন্য ধন্যবাদ জানান।