ক্যাসিনো ব্যবসায় জড়িত নেপালিদের পালাতে সাহায্য করায় দুই পুলিশ বরখাস্ত

0
13

নিউজ ডেস্ক

ক্যাসিনো বিরোধী অভিযানের সময় ক্যাসিনো ব্যবসায় জড়িত নেপালি নাগরিকদের পালাতে সহায়তা করায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির সদর দপ্তরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ডিএমপি কমিশনার। সেখানে তিনি ওই দুজনকে বরখাস্তের কথা জানান। ওই দুই পুলিশ সদস্য হলেন ডিএমপির সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম হোসেন মিঠু ও রমনা থানার কনস্টেবল দীপংকর চাকমা।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একজন কর্মকর্তা সূত্রে জানা যায়, ক্যাসিনোসহ অ*বৈধ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় বেশ কয়েকটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত নেপালিরা সেগুনবাগিচার সামিট হাসান লজ নামের একটি বাসার ফ্ল্যাটে অবস্থান করতে থাকে। সেদিন রাত ১০টা ৩৯ মিনিটে ওই বাসায় একজন সাব-ইন্সপেক্টরসহ তিনজন পুলিশ সদস্য যান। তাঁরা ওই ফ্ল্যাটে ৫০ মিনিট অবস্থান করে বেরিয়ে যান। এর পরপরই ১৫ নেপালি খালি হাতে ফ্ল্যাট ছেড়ে বের হয়ে যায়। বাসার সিসি টিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন নেপালি নাগরিক ভবনের পেছনের একটি লিফট দিয়ে পালিয়ে যাচ্ছে। ওয়াকিটকি হাতে তিন ব্যক্তি তাদের সহায়তা করছিলেন।