স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়ায় বাংলাদেশ দলিত পরিষদের সদ্য গঠিত উপজেলা কমিটির নেতারা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। শনিবার সকাল ১১ টায় উপজেলার মির্জাপুর সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।
ওই মতবিনিময় সভায় নেতারা উপজেলার দলিত জনগোষ্ঠিত সমস্যার কথা তুলে ধরে বলেন, কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে দলিত সম্প্রদায়ের মানুষ। অর্থিক সংকটের কারণে তারা এখন পৈত্রিক পেশা ছেড়ে ভিন্ন পেশার সন্ধ্যান করতে শুরু করেছে। অনেকে ইতোমধ্যে ভিটামাটি খুইয়ে ভূমিহীন হয়ে পড়েছে। সমাজের অবহেলিত ওই সম্প্রদায়ের মানুষের জন্য তারা সরকারের সেফটি নেট কর্মসূচিসহ শিক্ষা ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ পিছিয়ে পড়া ক্ষুদ্র-নৃ- গোষ্ঠির মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণের দাবি জানিয়েছেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবগঠিত উপজেলা কমিটির সভাপতি পরিমল চন্দ্র ঋষি, সহ সভাপতি গোবিন্দ ঋষি, সাধারণ সম্পাদক সবিতা রানী, সহসাধারণ সম্পাদক সুশীল ঋষি, কোষাধ্যক্ষ সদানন্দ ঋষি, সাংগঠনিক সম্পাদক পরিতোষ ঋষি, উপদেষ্টা সম্পাদক রসিক লাল প্রমূখ। এছাড়া মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বাংলাদেশ দলিত পরিষদের কালিয়া উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।