নিউজ ডেস্ক
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে গোয়েন্দারা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে আটক করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা**হিনী। তবে সংশ্লিষ্ট একটি সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, শুরু থেকেই যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান নজরদারির মধ্যেই ছিলেন। ক্যাসিনো বি**রোধী অভিযানের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিকট গিয়েও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তিনি ফিরে আসতে বাধ্য হন। পরে কাকরাইলে ভূঁইয়া ম্যানশনে ব্যক্তিগত কার্যালয়ে টানা ছয় দিন অবস্থান করার পর আর গত রবিবার বনানীর ডিওএইচএস এলাকার একটি বাসায় অবস্থান করতে থাকেন। সেখান থেকেই তাঁকে আটক করা হয়েছে। কোন তদবিরেই সম্রাটের শেষ রক্ষা হয়নি।
একটি সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা**হিনীর এক কর্মকর্তা সূত্রে জানান, ‘যুবলীগ নেতা সম্রাট ঢাকাতেই অবস্থান করছেন এবং আমাদের নজরদারির মধ্যেই আছেন। তাঁকে আটকের বিষয়টি এখনই প্রকাশযোগ্য নয়। সবুজ সংকেত পেলেই তাঁর বিষয়টি প্রকাশ করা হবে।’
এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে সম্রাটকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন। তবে আমরা যেটা বলছি তাহলো- সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেবো।” এ সময় সম্রাটের আটক হওয়ার খবর প্রসঙ্গে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরাসরি জানতে চাইলে তিনি বলেন, “আপনারা দেখবেন, খুব শিগগিরই দেখবেন।”