পদ্মা নদীর পানি বৃদ্ধিঃ ১০ হাজারেরও বেশী পরিবার পানিবন্দী

531
8

নিউজ ডেস্ক

পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলার দৌলতপুরে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭ গ্রামের ১০ হাজারেরও বেশী পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি ঢুকে পড়েছে উপজেলার ৩ সহস্রাধিক পরিবারের বাড়িঘরে। আকষ্মিক বন্যায় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে চরাঞ্চলের প্রায় ১৫’শ হেক্টর জমির মাষকলাইসহ বিভিন্ন ফসল।

হঠাৎ পানি বাড়ার ফলে চরম দুর্ভোগে পড়েছেন বন্যাকবলিত অসহায় মানুষ। দু’টি ইউনিয়নের চরাঞ্চলের ১৪টি প্রাথমিক, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও দু’টি মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য সূত্রে জানা যায়, পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে দু’এক দিনের মধ্যে পানি কমার সম্ভাবনা রয়েছে।