নড়াইলে ৪৩টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে সাড়ে ৮ লাখ টাকার চেক বিতরণ

0
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে সাড়ে ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মহিলা কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ৪৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা ভাইস মহিলা ভাইচ চেয়ারম্যান ইসমত আরা, জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা কবির লিলি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবি সংসঘঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।