স্টাফ রিপোর্টার
সোমবার (৭ অক্টোবর) সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূঁজা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শহরের মিতালী সংঘ, টাউন কালীবাড়ি, রূপগঞ্জ বাজার কালীবাড়ি, বাঁধাঘাট পূঁজা মন্ডপ, মহিষখোলা, চরের ঘাট, সূর্য্যসেন ক্লাবসহ জেলার বিভিন্ন পূঁজা মন্ডপে নবমী পূঁজা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি পূঁজা মন্ডপে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভীড় ছিল লক্ষণীয়। পূঁজা উপলক্ষ্যে শহরের রূপগঞ্জ বাজার কালীবাড়ী দুর্গা পূঁজা মন্দির চত্বরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। ২ শতাধিক দুঃস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ধুতি বিতরণ করা হয়। জেলা প্রশাসক আনজুমান প্রধান অতিথি হিসাবে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন। মন্দির কমিটির সভাপতি নির্মল কুমার দাশের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার), মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক তুষার সাহা, দিলীপ কুমার রায়,মন্দির কমিটির কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।