স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া পৌরসভাধীন বড়কালিয়া এলাকায় নবগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বড়কালিয়া এলাকার মনিষা ঘোষ, প্রফুল্ল বর্মন, লিটন কুমার ঘোষ, কল্যাণী বর্মন, মদন ঘোষ, ব্রিহাচলার উজ্জ্বল ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, গত এক সপ্তাহ ধরে কালিয়া পৌরসভাধীন বড়কালিয়া, ব্রিহাচলা-বাগবাড়িয়া এলাকায় নবগঙ্গা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হিন্দু অধ্যুষিত এ দু’টি এলাকার বাড়িঘর, গাছপালা, আখক্ষেতসহ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের কারণে অন্তত ১০টি পাকা বাড়িঘর ও শতাধিক গাছপালা নদীতে ভেঙ্গে গেছে। কয়েকটি ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এছাড়া নবগঙ্গা নদীর ভাঙনে ইতোমধ্যে কালিয়া উপজেলার শুক্তগ্রাম, বাহিরডাঙ্গা, দেবিপুর, পেড়লী, বড়কালিয়া, বেন্দাসহ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে প্রায় ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, নদী ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ফসলি জমি, গাছপালাসহ বাড়িঘর রক্ষা করা হোক।