স্টাফ রিপোর্টার
নড়াইলে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যাবহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান শেখ,গনপূর্ত বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ অনেকে। কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।