নড়াইলে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল দেয়া হচ্ছে না

0
59

স্টাফ রিপোর্টার

নড়াইলে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের তেল দেয়া হচ্ছে না। এ লক্ষ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের তেল পাম্পগুলো পরিদর্শন করে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশনা দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

এ সময় যারা হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালাচ্ছেন, তাদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ ইমরান, সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম, নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকুসহ বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।