নিউজ ডেস্ক
সাপের বি*ষাক্ত ছো*বলে একে একে পরিবারের সব সদস্য মৃ’ত্যুর কোলে ঢলে পড়ছেন। প্রথমে এই সাপের ছো*বলে প্রাণ যায় বাবার। তার মৃত্যুর একমাস না পেরোতেই পুত্র ও পুত্রবধূকে বি*ষাক্ত ছো*বলে চিরনিদ্রায় পাঠিয়ে দিয়েছে এই বি*ষধর সাপ। ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুরে।
বৃহস্পতিবার রাতে (১০ অক্টোবর) মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের ছো*বলে বেলাল হোসেন ও তার স্ত্রী মৌসুমী আক্তারের মৃত্যু হয়েছে। মাসখানেক আগে একইভাবে সাপের ছো*বলে মারা যান বেলালের বাবা সিরাজউদ্দিন। মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে বেলাল হোসেন ও মৌসুমী আক্তার ঘুমিয়েছিলেন। এসময় তাদের ছো*বল মারে ঐ সাপ। এরপর তাদের চিৎকারে পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই বেলালের পরিবারের সদস্যরা সাপটি ধরতে পেরেছে।