স্টাফ রিপোর্টার
নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ মহাবিদ্যালয় ও চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের একতলা নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সদরের চন্ডিবরপুর ইউনিয়নের এ দুটি প্রতিষ্ঠান চত্বরে এ নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা শিক্ষা কর্মকর্তা, এস এম ছায়েদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নড়াইলের সহকারি প্রকৌশলী মোঃ আশরাফুল হক, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ মহাবিদ্যালয়ের সভাপতি মোঃ আজিজুর রহমান ভূইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৪তলা ভিতের ১তলা বিশিষ্ট প্রতিটি ভবন নির্মানে ৮৫ লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে।