সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন করতে নিজ হাতে হেলমেট পরিয়ে দিলেন এমপি মাশরাফী

0
23

স্টাফ রিপোর্টার

সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন করতে নিজ হাতে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিয়ে দিলেন এমপি মাশরাফী। একইসাথে নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা মোটরসাইকেল চালকদের মধ্যে ফ্রি ৫শ হেলমেট বিতরণ করেন।

সড়ক নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন করতে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর পক্ষ থেকে রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে নড়াইল-যশোর রোডে সদর থানার সামনে এসব হেলমেট বিতরণ করেন মাশরাফী। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম, পাঠাও-এর সিইও হুসেইন মো. ইলিয়াস, পাঠাও মার্কেটিং লিড সৈয়দা নাবিলা মাহবুব, সমাজকর্মী কাজী হাফিজুর রহমান প্রমুখ।

হেলমেট বিতরণকালে এমপি মাশরাফী মানুষের সুরক্ষা বৃদ্ধির জন্য নড়াইলে এসে হেলমেট বিতরণের জন্য পাঠাওকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের অনা’কাংখিত মৃ’ত্যুর ক্ষেত্রে প্রধান আশংকা হলো সড়ক দুর্ঘটনা। এছাড়া অনেকেরই হেলমেট পরতে না চাওয়ারও একটি প্রবনতা রয়েছে। তাই চালক ও আরোহি উভয়ের হ’তাহ’ত হওয়ার আশংকা হ্রাস করতে এই ক্যাম্পেইন সহায়তা করবে এবং এটা একটি সময় উপযোগী পদক্ষেপ। উল্লেখ্য, এমপি মাশরাফী পাঠাও-এর ব্রান্ড এম্বাসেডর।