স্টাফ রিপোর্টার
জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী নড়াইলের অ্যাথলেট, হ্যান্ডবল, হকিসহ অন্যান্য খেলার খেলোয়াড়দের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮অক্টোবর) দিনব্যাপী নড়াইল চিত্রা রিসোর্ট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিক এসাসিয়েষনের যুগ্ম মহাসচীব ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আনজুমান আরা এর সভাপতিত্বে সংস্থার আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু।
সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু তার বক্তব্যে লোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থা চালু সহ নানা বিষয়ে উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলা ত্রীড়া সংস্থার দেড় শতাধিক সদস্য ছাড়াও অতিঃ পুলিশ সুপার শেখ ইমরান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, রওশন আরা কবীর, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফুটবল কোচ কার্তিক দাস, ভলিবল কোচ খান তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাধারন সভা শেষে অনূর্ধ্ব ২১ হকি দলের অধিনায়ক রিতু খানমসহ শতাধিক এথলেট ও খেলোয়াড়কে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের ফুটবল কোচ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।