নড়াইলের কালিয়ায় মুরগী খামারের বিদ্যুতের তারে জ’ড়িয়ে দুই শিশু আহ’ত

0
49
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের শ্রমিকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট

স্টাফ রিপোর্টার

বনবিড়াল ঠেকাতে পোল্টি মুরগীর খামারে পেতে রাখা বি’দ্যুতের তারে জ’ড়িয়ে নড়াইলের কালিয়ায় দুই শিশু আহ’ত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পেড়লী গ্রামে ঘটেছে ওই ঘটনা।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পেড়লী গ্রামের মৃত আলেক শেখের ছেলে বাবুল শেখ ওই গ্রামের পেড়লী খালের পাড়ে বছর খানেক আগে একটি পোল্টি মুরগীর খামার গড়ে তোলেন। খালটিতে মাছ নামার খবরে ওইদিন ভোর থেকেই সেখানে গ্রামের লোকজনের মাছ ধরার ধুম পড়ে যায়।

খামারের পাশে বসবাসকারী আলামিন শেখের ছেলে আল মামুন (৫) ও ছিতাজ ফকিরের ছেলে আমির হামজা (৪) সকাল ১০টার দিকে মাছ ধরা দেখতে খালের পাড়ে গিয়ে সকলের অজ্ঞাতে খামার ঘরের পাশে গেলে বুধবার রাতে পে’তে রাখা বিদ্যুতের তা’রের ফাঁ’দে জ’ড়িয়ে পড়লে তারা মারাত্ম’ক আহ’ত হয়। আহত আল মামুনকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে খামার মালিক বাবুল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বনবিড়াল ঠেকাতে রাতে মুরগীর খামারে তিনি বি’দ্যুতের ফাঁ’দ পাতেন এবং সকালে খুলে দেন। কিন্ত বৃহস্পতিবার সকালে ভুলবশত ফাঁ’দটি খোলা হয়নি।’ কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’